Pages

Thursday, July 3, 2014

৫টি Best Custom Rom Galaxy S4 (I9500) এর জন্য


১) PAC-MAN 4.4.2 :-
PAC-MAN 4.4.2 এমন একটা Custom ROM যেটা খুব পপুলার। এই  ROM টি বলতে গেলে কয়েকটি নাম করা ROM এর  মিশ্রন যেগুলি হল  ParanoidAndroid, CyanogenMod and AOKP, তাই আপানি এই রম থেকেই অন্য সব রম গুলোর স্বাদ পাবেন। এছাড়া এইটাতে শুধু ParanoidAndroid, CyanogenMod and AOKP, এই রম গুলোর অপশন গুলোই নেই, এই অপশন গুলোকে এই রম টাতে মডিফাই করা হয়েছে খুব সুন্দর ভাবে। এই রমটি Android 4.4 kitkat এর Based করে বানানো হয়েছে। ব্যবহার করে দেখতে পারেন ভাল লাগবে।

২) Lidroid V2.0:-

Lidroid তাদের জন্য যারা অফিসিয়াল TouchWiz কে খুব ভালবাসেন । এই রম এ আপনি সুন্দর সাজানো APP Drawer পাবেন এবং সবকিছু অফিসিয়াল এর মতন । রমটি ফাস্ট, স্মুথ, সিম্পল । রমটি তে বেশ কিছু অপশন আছে কাস্টোমাইজ করবার জন্য । এই রমটি Android 4.4 kitkat এর Based করে বানানো হয়েছে। ব্যবহার করে দেখতে পারেন ভাল লাগবে ।

৩) MIUI :-

হয়তো নাম শুনেছেন এই রমটির আগে । এই রমটিকে আমি তিন নাম্বারে রেখেছি কারন এই রমটাকে এস৪ এর স্ক্রিন এ খুব সুন্দর মানায়। কারন এই রমটির কালার ম্যনেজম্যান্ট অতিব সুন্দর লেগেছে আমার কাছে। এছাড়া যদি আপনি বড় আইকন এবং রংচঙ্গে APP Drawer পছন্দ করেন তাহলে এই রমটি আপনার জন্য কারন এটি আপনাকে এক সুন্দর স্বাদ দিবে। এই রমটি  Chinese manufacturer Xiaomi এর দ্বারা developed করা ।

 ৪) Prism Barebone ROM:-

Prism Barebone এটা  একটা খুব সুন্দর TouchWiz রম এবং সম্পূর্ন এন্ড্রয়েড এর ডিজাইন করা । রমটিতে প্রি-ইন্সট্রল করা অনেক কাজের  APP আছে । রমটি Android 4.4 kitkat এর Based করে বানানো হয়েছে। ব্যবহার করে দেখতে পারেন ভাল লাগবে ।

৫) CyanogenMOD 11:-

আশা করছি এই রমটার বেপারে বিস্তারিত জানাতে হবে না, কারন এই রমটার নাম প্রায় সবাই শুনেছেন, রমটি একটি Standard রম । রমটির মধ্যে কিছু নতুননোত্যের স্বাদ আমি পেয়েছি যেটা আমার খুব ভাল লেগেছে। রমটি Android 4.4 kitkat এর Based করে বানানো হয়েছে। ব্যবহার করে দেখতে পারেন ভাল লাগবে ।





1 comment:

  1. I've been shopping at Main Store and feel really happy. They provide good customer service and reasonable prices. If you click on my link, you can even receive a special discount!

    http://dreamshopbd.com/?acc=d1f491a404d6854880943e5c3cd9ca25

    ReplyDelete